
শাহিদ মোস্তফা, ঈদগাঁও:
চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ শাহ ফকির বাজারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি দোকানে ঢুকে গেছে। এ সময় পার্শ্ববতী এলাকার জিসান নামের এক চায়ের দোকানদার গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁওর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে ঘটনাটি ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখী একটি ট্রাক যার নং (চট্রমেট্রো ট-১২-০১৪০) ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা জনৈক নুরুল হক নামের এক ব্যক্তির বাইসাইকেল ও টমটম ওয়ার্কশপের দোকানে তুলে দেয়। ঐ সময় দোকানের সামনে বসা একই বাজারের অপর দোকানদান জিসানকে চাপা দেয়। ওয়ার্কশপটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জিসানকে হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে এবং পিছনে কোনো যানবাহন ছিল না, সড়কটি পাকা ছিল কিন্তু কেনো চালক নিয়ন্ত্রণ হারিয়েছে তাদের বোধগম্য নয়। মালুমঘাট হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছে, ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত