প্রকাশিত: ০৮/০৩/২০১৭ ৪:৩৭ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া নিউজ ডটকম:: ককসবাজারের সদর উ্পজেলার ভারুয়াখালী সওদাগর পাডায় র‌্যাব অভিযান চালিয়ে দুই হাজার পিস ই্য়াবা সহ দুই্ জনকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত যুবকদের ককসবাজার সদর থানায় সোর্পদ্দ করা হয়। র‌্যাবের-৭ এর মেজর রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব বুধবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারুয়াখালী সওদাগর পাড়ায় অভিযান চালিয়ে ই্য়াবা সহ দুই্ যুবক আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। আটক কৃতরা হলেন: চকরিয়া ্উপজেলার ্ উত্তর লক্ষার চর গ্রামের মৃত আলমগীরের ছেলে মো: রুহুল আমিন (২৮)ও ককসবাজারের ভারুয়াখালী গ্রামের মৃত আলী আকবরের ছেলে শাহাুব উদ্দীন। ইয়াবার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে র‌্যাব জানিয়েছেন।

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...

নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা আবরার গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) ...