প্রকাশিত: ২৭/১০/২০১৬ ৯:২১ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বরফকল ও ফিশিংবোটমালিক  থেকে জরিমানা আদায় করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে তিন লক্ষ মিটার নিষিদ্ধ চরজাল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও আনসার ফোর্স ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে গৃহীত চলমান কর্মসূচীর আওতায় উপরোক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় খুরুস্কুল ব্রীজ সংলগ্ন মাঝের ঘাট এলাকায় কয়েকটি বরফকলে তল্লাশী করা হয়। এসময় জনৈক সবুর সওদাগরের মালিকানাধীন জোনাকী বরফকল থেকে ফিশিংবোটে বরফ লোড করা অবস্হায় হাতেনাতে ১টি বোট আটক করা হয়। নিষিদ্ধকালীন সময়ে বরফ উৎপাদন ও বিক্রির অপরাধে জোনাকী বরফকল কর্তৃপক্ষকে ৬ হাজার টাকা ও আইন অমান্য করে সাগরে মাছ আহরণে যাওয়ার প্রস্তুতির অপরাধে বোট মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জোনাকী বরফকল সংলগ্ন জেটির আশপাশে তল্লাশী চালিয়ে বরফভর্তি আরো ৭টি বোটের বরফ নষ্ট করে দেয়া হয়। এরপর বাঁকখালী নদীর খুরুস্কুল ব্রীজপয়েন্ট থেকে নুনিয়াছড়া ফিশারীঘাট এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে আনুমানিক তিন লক্ষ মিটার অবৈধ চরজাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত জাল বিকালে ফিশারীঘাটের বিপরীতে বাঁকখালীর চরে পুড়িয়ে নষ্ট করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স ও কক্সসবাজারস্হ ৯ অানসার ব্যাটালিয়ন ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন জানান, সরকারগৃহীত মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...