উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০২/২০২৫ ১০:১৮ এএম , আপডেট: ০৬/০২/২০২৫ ১১:৪৯ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজার আসছেন। তার এই সফর ঘিরে পাড়া-মহল্লায় জোরেশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামী।

ওই দিন জেলা জামায়াতের উদ্যোগে সকাল ৯টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে বলে আশা করছেন দলটির নেতারা।

জামায়াত আমিরের কক্সবাজার আগমন উপলক্ষে গত কয়েক দিন ধরে সংগঠনের নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই সভা-মিছিলের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয়ে আমিরের সফর উপলক্ষে দলের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী জানান, কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে জেলার প্রত্যেক উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড-ইউনিটভিত্তিক প্রস্তুতি শেষ পর্যায়ে।

সভায় লক্ষাধিক লোকের সমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপত্তার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

এ ছাড়া মেডিক্যাল টিম, অ্যাম্বুল্যান্স, টেকনিক্যাল টিমসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানিয়ে নুর আহমদ আনোয়ারী জানান, কর্মী সম্মেলনে পুরুষের পাশাপাশি তাদের নারী কর্মী-সমর্থকরাও অংশগ্রহণ করবেন। নারীদের জন্য কক্সবাজার সরকারি কলেজের পাশে ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল আমিন মো. সিরাজুল ইসলাম, শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মো. শাকিলসহ জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা। সুত্র, কালেরকন্ঠ

চাঞ্চল্যকর তথ্য : সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ

পাঠকের মতামত

রোহিঙ্গা নৌকাডুবি : গুজব ও অপপ্রচারের ব্যাখ্যা দিল বিজিবি

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। বিজিবির ভাষ্যমতে, শনিবার ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের বনভূমি ...