প্রকাশিত: ২৭/০৭/২০১৮ ১০:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৩ এএম

ডেস্ক রিপোর্ট::
আলহাজ্ব এডভোকেট আবুল কালাম আজাদ (হাজী আবুল উকিল) নামে পরিচিত ছিল। এডভোকেট আবুল আজাদ মূলত ইদঁগা মাচুয়াখালী বর্তমান (রশিদ নগর,সিকাদার পাড়া) তমিজ উদ্দিন সিকাদারের দ্বীতীয় পুত্র ছিলেন বড় ভাই কক্সবাজার টেকপাড়া এলাকার বাসিন্দা মরুহুম আলম মিয়া, তৎকালীন মাচুয়াখালীর সিকাদারের বাড়ির পুত্র, টেকপাড়ার নিবাসী মরহুম এডভোকেট সরওয়ার কামালের চাচা ও কক্সবাজার আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট ও সাবেক সভাপতি মুরহুম এডভোকেট সাহাব উদ্দিনের মামা। তিনি কক্সবাজার আইনজীবী সমিতির বিনা প্রতিদ্বন্দ্বীতাই দুই বার সভাপতি, তৎকালীন কক্সবাজার আইনজীবী সমিতির প্রথম জিপি হিসাবে নিয়োগ লাভ কক্সবাজার জেলা বার কাউন্সিল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য হিসাবে পেশাগত জীবনে বিপুল খ্যাতি অর্জন করেন, তিনি কক্সবাজার সোনালী ব্যাংক, কক্সবাজার রুপালী ব্যাংক, নিরিবিলি গ্রুপ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের লিগ্যাল এডভাইজার ছিলেন। সামাজিক জীবনে বিভিন্ন সামাজিক কার্যকালাপ সহ বইল্ল্যাপাড়া মসজিদের উপদেস্টা পরিষদের সদস্য, বইল্ল্যাপাড়া ডি- ওয়ার্ড প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, তৎকালীন বইল্ল্যাপাড়া আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, কক্সবাজার বালিকা মাদারাসা সভাপতি, সমাজিক জীবনেও খ্যাতিলাভ করেন। ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত র্ধামিক,ন্যায়পরায়ণ­­­ ছিলেন । বর্তমান কক্সবাজার আইনজীবী অনেক জন সিনিয়র আইনজীবী ওনার কাছে আইন পেশায় হাতে কলমে দীক্ষা নেন । তিনি সবার প্রিয় আজাদ স্যার হিসাবে পরিচিত ছিল। জুনিয়র দের যারা বেশী একটা ভাল পর্যায়ে ছিল না ওনাদের নিজ হাঁতে নিজের স্থান সমূহে হাঁতে কলমে শিখেয়ে পড়িয়ে বসয়ে দিয়ে এসেছিলেন জীবনের শেষ সময়ে। পারেন নি অর্থবির্থের অট্টালিকা গড়তে তবে একজন প্রকৃত সামাজ সংরক্ষক হিসেবে সুষ্ট, সুন্দর সমাজ গড়তে অন্যতম অবদান রেখে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। ব্যাক্তিগত জীবনে অত্যন্ত দানশীল, স্বাধ্যমত দিয়েছেন কখন ও কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি। যেটুকু অলস সময় বাসায় কাটাতেন, কোরাআন তেলাওয়াত, জিকির কিংবা নফল নামাজে ব্যয় করেছেন। সমাজ ও প্রতিবেশীর প্রিয় একজন ব্যক্তিত্ব হাজী আবুল কালাম আজাদ । তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সনিউজ টোয়েন্টিফোর ডঢকমের সম্পাদক ইব্রাহীম আজাদ বাবুর পিতা। ২০০৬ সালের ২৭ জুলাই সকাল অনুমানিক ৯ টার সময় কক্সবাজার ফুয়াদ-আল-খতিব হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাঠকের মতামত

উখিয়ায় এনজিও কর্মকর্তার নেতৃত্বে শিক্ষকের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

উখিয়ায় কোডেক এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর জিয়াউল হকের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত দুই শিক্ষককে পিটিয়ে ...

কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থী কনস্টেবল প্রার্থীদের বিনামূল্যে পরিবহন দেবে পুলিশ

কক্সবাজারে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে বিনামূল্যে ‘পরিবহন সুবিধা’র ...

কক্সবাজারে টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয় কঠোর হুঁশিয়ারি দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ...