
উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে চলমান সহিংসতার জের ধরে কোন ধরণের সাম্প্রদায়িক উসকানিতে বিচলিত না হয়ে কক্সবাজার বিভিন্ন উপজেলার বসবাসরত বৌদ্ধ ধর্মালম্বিদের স্বাভাবিক জীবন যাপন করার আহবান জানিয়েছেন কক্সবাজার পুলিশ প্রশাসন।
কক্সবাজার সদর, রামু, টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন উপজেরার বৌদ্ধ মন্দির পরিদর্শন শেষে মতবিনিময়কালে বৌদ্ধ নেতাদের এই আহবান জানান কক্সবাজারের পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন।
এসময় তিনি বলেন, কোন ধরণের সাম্প্রদায়িক উসকানিতে আতংকিত না হয়ে স্বাভাবিকভাবে চলা পরা করার জন্য আশ্বস্ত করেন। পাশাপাশি বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, কক্সবাজার সদরের সকল বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উক্ত এলাকাগুলোত বসবাসরত বৌদ্ধ ধর্মীয় লোকজনকে কোন ধরণের উসকানিতে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবন যাপন করার আহবান জানানো হয়েছে।
পাঠকের মতামত