প্রকাশিত: ০১/০১/২০১৭ ৭:৫৮ এএম , আপডেট: ০১/০১/২০১৭ ৭:৫৮ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

মিয়ানমারের বিজিপি সদস্যরা বাংলাদেশী দুই জেলেকে ধরে নিয়ে গেছে খবর পাওয়া গেছে। তাঁরা হলেন টেকনাফ পৌর এলাকা চৌধুরীপাড়ার মো. আনোয়ার ও আক্তার হোসেন। টেকনাফে নাফ নদীতে শনিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে শনিবার বিকেলের হাসান আলীর মালিকাধীন একটি নৌকা নিয়ে ৩ জন জেলে নাফ নদীর হেচ্ছার খালের বিপরীতে মিয়ানমার জলসীমানায় মাছ শিকার করতে যান। সন্ধ্যার দিকে বিজিপির একটি টহল দল তাঁদের ধাওয়া করলে নৌকার মাঝি মোহাম্মদ উল্লাহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসলেও বিজিপি ওই দুই জনকে ধরে নিয়ে যায়। টেকনাফ ২ বিজিবির উপ অধিনায়ক মেজর রাসেল ছিদ্দিকী বলেন বিষয়টি অপহৃত জেলে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...