প্রকাশিত: ০১/০১/২০১৭ ৭:৫৮ এএম , আপডেট: ০১/০১/২০১৭ ৭:৫৮ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

মিয়ানমারের বিজিপি সদস্যরা বাংলাদেশী দুই জেলেকে ধরে নিয়ে গেছে খবর পাওয়া গেছে। তাঁরা হলেন টেকনাফ পৌর এলাকা চৌধুরীপাড়ার মো. আনোয়ার ও আক্তার হোসেন। টেকনাফে নাফ নদীতে শনিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে শনিবার বিকেলের হাসান আলীর মালিকাধীন একটি নৌকা নিয়ে ৩ জন জেলে নাফ নদীর হেচ্ছার খালের বিপরীতে মিয়ানমার জলসীমানায় মাছ শিকার করতে যান। সন্ধ্যার দিকে বিজিপির একটি টহল দল তাঁদের ধাওয়া করলে নৌকার মাঝি মোহাম্মদ উল্লাহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসলেও বিজিপি ওই দুই জনকে ধরে নিয়ে যায়। টেকনাফ ২ বিজিবির উপ অধিনায়ক মেজর রাসেল ছিদ্দিকী বলেন বিষয়টি অপহৃত জেলে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...