প্রকাশিত: ২৫/১০/২০১৭ ৯:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৮ এএম

শফিক আজাদ,উখিয়া::

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফে পরিবেশগত তেমন কোনও ক্ষতি হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি সাংবাদিকদের ব্রিফিং কালে আরো বলেন, ‘ বনভূমির আংশিক ক্ষতি হলেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য সরকার সবকিছুই করবে। তিন হাজার একর বনভূমিতে সংকুলান না হলে প্রয়োজনে ১০ হাজার একর বনভূমি রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দেওয়া হবে।’

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের নির্মিত ঝুপড়ি ও নির্বিচারে পাহাড় কাটার দৃশ্যটি অবলোকন করে বনকর্মীদের উদ্দেশ্যে বলেন, বস্তির আনাচে-কানাচে গাছপালা রোপন করে পরিবেশ রক্ষা করতে হবে। তা না হলে, বনভূমি ও বন সম্পদের আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রোহিঙ্গারা এখনো আসছে। দ্বি-পাক্ষিক আলোচনা ও কুটনৈতিক পর্যায়ে রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গা আসতে থাকবে এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য যতটুকু বনভূমি দরকার দেওয়া হবে। তবে তা সংরক্ষণ করা দায়িত্ব বন সংশ্লিষ্ঠদের। এর আগে মন্ত্রী কুতুপালং ডি-ব্লকে আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। এসময় মন্ত্রীর সাথে ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ জাকের হোসেন সুলতান, সম্পাদক মন্ডলীর সদস্য সালাউদ্দিন মাহামুদ, চট্টগ্রাম বন সংরক্ষক জগলুল হোসেন, কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোঃ মুরর্শেদ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মোঃ আলী কবির, কোষ্টাল ফরেষ্ট ডিভিশন কর্মকর্তা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের প্রমূখ। এরপর মন্ত্রী উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পরিদর্শন করেন।

পাঠকের মতামত

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা ...

আলোচিত স্কুলছাত্রী টেকনাফের তাসফিয়া হত্যা: এবার তদন্ত করবে পুলিশ

চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ...