প্রকাশিত: ১৯/০৬/২০১৬ ১০:৩৪ পিএম

ATOKফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণী ছাত্রী নাজমা নাসরিন অপহরণ ঘটনা নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। মেয়ের পরিবারের দাবী আমার স্কুল পড়–য়া ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। অপর দিকে অভিযোগ উঠেছে প্রেমের সম্পর্ক করে একই এলাকার ছৈয়দ আলমের পুত্র ছাবেরকে বিবাহ করেছে। পুলিশ এ ঘটনায় আবছার মিয়া ও রশিদ মিয়া নামক দু’ব্যক্তিকে আটক করেছে।

গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ঘাটি পাড়া গ্রামের সৌদি প্রবাসী সাইফুল ইসলামের স্কুল পড়–য়া কন্যা নাজমা নাসরিন ও একই এলাকার ছৈয়দ আলমের পুত্র ছাবেরের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় গত ১২ মে দু’জনই পালিয়ে বিয়ে করে। এদিকে মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে মা ফিরোজা বেগম বাদী হয়ে কক্সবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং- সি,পি ৬৭৮ তারিখ ২২-০৫-২০১৬ইং।

ছেলের পিতা ছৈয়দ আলম সাংবাদিকদের জানান, নাজমাকে অপহরণ করা হয়নি। স্ব- ইচ্ছায় কাবিন নামা সম্পাদন করে তারা বিবাহ করেছে। ছেলে ছাবের ও  আমার পরিবারের অন্যান্য সদস্যদের কে হয়রানী করার কু-উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।

এদিকে স্কুল ছাত্রী নাজমা নাসরিন ও ছাবের স্বামী স্ত্রী হিসাবে ঘর সংসার করলেও মেয়ের পরিবারে মামলা ও ছেলের পরিবারকে হয়রানীর অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...