প্রকাশিত: ১৫/০৪/২০১৭ ১০:১৮ পিএম

এস. আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা এবং পালংখালী এলাকার বালির মহালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে শনিবার সকালে ১টি বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্ধ করে ২টি বালি বহনকারী ডাম্পারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন জানান, সংঘবদ্ধ একটি বালি উত্তোলনকারী চক্র খাল ইজারা না নিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী তাজনিমারখোলায় অভিযান চালিয়ে বালি উত্তোলনকারী নুরুল আলমকে ৫০হাজার টাকা জরিমানা ও তাঁর ১টি বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্ধ করা হয়। অপরদিকে পালংখালী খালে বালি উত্তোলনের সময় স্থানীয় বালি ব্যবসায়ী হেলাল উদ্দিন ও মফিজ উদ্দিনের ২টি ডাম্পার গাড়ী জব্ধ করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও জানান এ অভিযান অব্যাহত থাকবে। যাতে বালি উত্তোলনকারীরা বালির মহাল থেকে অবৈধ বালি উত্তোলন করতে না পারে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...