প্রকাশিত: ০৬/১০/২০১৬ ৯:৫৫ পিএম

uk-06-10-2016উখিয়া নিউজ ডটকম  ::
উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম বলেছেন,উখিয়ার গ্রামেগঞ্জে বীমার মাধ্যমে অনেক সুফল পাচ্ছে সাধারন জনগোষ্টি।এক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।আমি আগে বীমায় বিশ্বাসী ছিলামনা। কিন্ত ফারইষ্ট এর কার্যত্রুম দেখে আমারও বীমার প্রতি আগ্রহ জন্মেছে।আমি মনে করি দেশের প্রতিটি জনগনে বীমা থাকা অত্যান্ত জরুরী।তিনি সবাইকে একটি করে ছোট বীমা হলেও করে রাখার আহবান জানান।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় উখিয়া ফারইষ্ট কার্যালয়ে অনুষ্টিত মোহাম্মদ শফির মরনোত্তর চেক হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উখিয়া সাংগঠনিক অফিস ইনচার্জ এম রশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান আলোচন ছিলেন কক্সবাজার সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ আমিনুল হক,বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জোনাল অফিস ইনচার্জ জাফর আহামদ। জসিম উদ্দিন নুরী কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্টিত চেক হস্তান্তর অনুষ্টানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,উখিয়াস্থ দৈনিক মানবজমিনের রিপোর্টার সরওয়ার আলম শাহীন ,রাজাপালং ইউনিয়নের মহিলা মেম্বার খুরশিদা বেগম,ব্রাঞ্জ কডিনেটর খোরশেদ আলম, মাহমুবুর রহমান,নুরুল হক,সুরমা আক্তার,আহমাদুল হক বাবুল,ছৈয়দ হোছন,কবির আহামদ,আবদু রশিদ,শাহাজাহান সিকদার ,মোঃ রশিদ,মাষ্টার মোঃ আলম,রুস্তম আলী মাষ্টার,আবু সাঈদ প্রমুখ।অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান চেনুয়ারা বেগম মোঃ শফির মরনোত্তর ১ লক্ষ ৩৪ হাজার ৫৮৬ টাকার চেক হস্তান্তর করেন মরহুমের  ছেলে মোহাম্মদ রশিদের হাতে।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...