প্রকাশিত: ০৬/০৮/২০১৭ ১০:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৬ পিএম

উখিয়া প্রতিনিধি: উখিয়ায় পালংখালী রহমতের বিলের সন্ত্রাস ও চাঁদবাজ বাহিনী আজম গং এর বিরুদ্ধে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাঁদাবাজী মামলা দায়ের করেছে অসহায় মুফিদুল আলম।
অভিযোগে জানা যায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার মৃত গোলাম কাদেরের পুত্র সাবেক মেম্বার মুফিদুল আলম পিতার মৃত্যুর পর থেকে বিএস খতিয়ান নং-২৩৬ এর বিএস দাগ নং-১২২২ থেকে প্রাপ্ত জমি নিরবিচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। ৩ আগষ্ট সকাল ৯ ঘটিকার সময় একই এলাকার মৃত হাজী কামাল উদ্দিনের পুত্র আজম, শওকত আলী, নুরুল হুদা, শতকত আলীর পুত্র জামাল উদ্দিন, জসিম উদ্দিন, মৃত মোহাম্মদ হোছনের পুত্র আবদুল হক সাবেক মেম্বার মুফিদুল আলমের জমির পার্শ্ববর্তি পিএফ পাহাড় কেটে জমিতে মাটি ফেলে জমি ভরাট ও কাটা পাহাড়ে ঘর নির্মাণের জন্য জায়গা করে পরিবেশের মারাতœক বিপর্যয় ঘটাতে থাকলে। সাবেক মেম্বার মুফিদুল আলম এতে বাধা দেয়। এ সময় উল্লেখিত সন্ত্রাস ও চাঁদবাজ বাহিনী তাকে কিল, ঘুষি, লাথি ও থাপ্পর মেরে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। অন্যতায় তাকে প্রাণে মেরে ফেলার প্রকাশ্যে দিবালোকে হুমকিও দেয়।
এতে সাবেক মেম্বার মুফিদুল আলম উপায়ান্তর না দেখে সন্ত্রাস ও চাঁদবাজ বাহিনী আজম গং এর বিরুদ্ধে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬ আগষ্ট একখানা চাঁদাবাজী মামলা দায়ের করেছেন। যার নং সিআর মামলা-৩১৪/১৭ (উখিয়া)।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়নের বিট অফিসার আবদুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি আজম গংকে পাহাড় না কাটতে নিষেধ করার পরও আইন বর্হিভূত কাজটি করেছেন। আমি আমার উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পাহাড় কাটার মামলা করবো।

পাঠকের মতামত

১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ ...

রোহিঙ্গা স্থানান্তর বন্ধ, ভাসানচর প্রকল্প ছিল ‘ভুল সিদ্ধান্ত’

কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গাদের একাংশ সরিয়ে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ...

‘ন‍্যায়ভিত্তিক নিরাপদ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লাকে ‘হ‍্যাঁ’ বলুন – মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ৫ ...