কক্সবাজারের উখিয়ার ৭৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঠ্য পুস্তক উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত ধর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এনামুল হক, ইউপি সদস্য খুরশিদা বেগম, উখিয়া উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক কাজী আকতার উদ্দিন টুনু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মেধু বড়–য়া। কোরআন তেলোয়াত করেন মাওঃ জাফর আলম।
কক্সবাজারের উখিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে জব্দকৃত ৮ হাজার ঘনফুট বালু লবণ দিয়ে বনে মিশিয়ে দিয়েছেন ...
পাঠকের মতামত