প্রকাশিত: ০৬/০২/২০১৭ ৭:২২ পিএম , আপডেট: ০৬/০২/২০১৭ ৭:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার দুটি কলেজে আসা যাওয়া করতে গিয়ে শিক্ষার্থীদের নিত্য দূর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের গাড়ীতে উঠার জন্য ব্যস্ততম সড়কের পাশে ঝুঁকি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অথচ স্টেশনে একটি যাত্রী ছাউনি থাকলেও বখাটেদের অসহনীয় উৎপাতের কারণে তা ছাত্রীদের পক্ষে ব্যবহার করা সম্ভব হয়না বলে অভিযোগ উঠেছে।
মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী রোজিনা আক্তার উখিয়া নিউজ ডটকমকে জানান, এ কলেজটির উন্নত পরিবেশ ও পড়ালেখার গুণগত মানসম্পন্নতার কারণে দূরদুরান্তের ছাত্রীরা এখানে ভর্তি হয়। সে জানায়, কলেজ সড়কে অসহনীয় যানজটের কারণে ছাত্রীদের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। উখিয়া মধ্যম স্টেশন থেকে গরুর বাজারস্থ কলেজ ক্যাম্পস পর্যন্ত এক কিলোমিটার সড়ক যানজট মুক্ত করা হলে ছাত্রীরা নিরাপদে কলেজে আসা যাওয়া করতে পারত।
প্রথম বর্ষের আরেক ছাত্রী আসমা বেগম জানায়, কলেজ ছুটি শেষে নিজ বাড়ী কোটবাজার যাওয়ার জন্য তাদেরকে স্টেশনে লোকালয়ের ভিড়ে সড়কের পার্শ্বে দাড়িয়ে থাকতে হয় গাড়ীর জন্য। কিছু যানবাহন চালক সদয় হয়ে গাড়ীতে তুলে নিলেও স্পেশাল সার্ভিসের গাড়ী গুলো ছাত্রীদের উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য বলে ওই ছাত্রী দাবী করেন।
মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিন উখিয়া নিউজ ডটকমকে জানান, এ কলেজটি সরকারি করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি করণের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্বাহী আদেশ পাওয়া গেলে কলেজটি পূর্ণাঙ্গ সরকারি করণের পাশাপাশি ছাত্রছাত্রীরা সবধরনের সুবিধাদি গ্রহণ করতে পারবেন।
এদিকে উখিয়া ডিগ্রী কলেজটি স্টেশনের অদূরবর্তী এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার কারণে গাড়ীতে ওঠার জন্য শিক্ষার্থী আর যানবাহন চালকের মধ্যে নিয়মিত ঘটনা ঘটলেও তা স্থায়ী সামাধান হচ্ছে না। যে কারণে কলেজ শিক্ষার্থীদের বাসায় ফিরে যেতে দীর্ঘক্ষণ সড়কের পাশে অবস্থান করতে হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।

পাঠকের মতামত

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...