উখিয়া নিউজ ডটকম::
রমজানে খাদ্যদ্রবে ভেজাল ও জনদূর্ভোগ লাগবে অভিযান অব্যাহত রেখেছেন উখিয়ার ইউএনও মাঈন উদ্দিন। এরি প্রেক্ষিতে শনিবার বিকেলে উখিয়া সদর ষ্টেশনের বিভিন্ন দোকান পরিদর্শন করে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। এ সময় ইউএনও মাঈন উদ্দিন,খাবারের উপর ঢাকনা ব্যবহার না করা, দোকানের অংশ বাড়িয়ে রাস্তায় যানজট সৃষ্টি করায় শামসু ঝাল বিতান ৫ হাজার , মিষ্টি ঘর(১)৫ হাজার , এরফান ষ্টোর ৫ হাজার , অনিল ষ্টোর ৫ হাজার, তিলক ষ্টোর ৫ হাজার, ও কবির ষ্টার কে ৫ হাজার , সর্বমোট ৬টি দোকান কে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন।এরপর ইউএনএ মোঃ মাঈন উদ্দিন, মাছ বাজার ও কাঁচা বাজার সহ বিভিন্ন দোকানের বিক্রিত পণ্যের মূল্য,মেয়াদ,ওজন ভেজাল ইত্যাদি বিষয়ে সরেজমিনে বাজার মনিটরিং করেন।
মোবাইল কোর্ট পরিচালন বিষয়ে জানতে চাওয়া হলে, ইউএনও মোঃ মাঈন উদ্দিন উখিয়া নিউজ ডটকমকে বলেন,নিরাপদ খাদ্য অাইন ২০১৩ বাস্তবায়নে অামরা বদ্বপরিকর,শুধু রমজান মাসে নয়,মানুষ যাতে সুস্হ ভাবে জীবন যাপন করতে পারে,তার জন্য পুরো বছর জুড়ে অামরা মোবাইল কোর্ট পরিচালা করবো,তার জন্য অাপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।উক্ত অভিযানে অারো উপস্হিত ছিলেন,উখিয়া উপজেলা স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ নুরুল অালম, মোঃ ইউনুছ মাহামুদ, অাব্দুছালাম ও এ এস অাই অভিজিৎ।
“জনাব,নেতা মুহিব উল্লাহ: ভাষার পাঠ, জীবনের সংগ্রাম” আমার ছাত্র মুহিব উল্লাহ, রোহিঙ্গা ক্যাম্পের অগ্রগামী নেতা, ...
পাঠকের মতামত