মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ
মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ...
উখিয়া নিউজ ডটকম ::
উখিয়া সদর পূর্ব সিকদার বিল গ্রামের ইছা মিয়া (২৩) নামের এক যুবক লোহাগাড়া খুন হয়েছে। রাস্তার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্ত শেষে গতকাল দুপুর ১২টার দিকে ইছা মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। সে রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদার বিল গ্রামের খোরশেদ আলমের ছেলে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, একটি অপহরণকারী চক্র তাকে গত মঙ্গলবার উখিয়া থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। খোরশেদ আলম জানায়, অপহরণকারী চক্র গত মঙ্গলবার রাতে মুঠোফোনে তার কাছ থেকে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। টাকা পাঠাতে বিলম্ব হওয়ায় তার ছেলেকে খুন করে লোহাগাড়া রাস্তার পাশে ফেলে রাখে। এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বিষয়টি সম্পর্কে সে অবগত নয় বলে জানায়।
পাঠকের মতামত