প্রকাশিত: ২২/০১/২০১৭ ১২:০২ এএম
রফিক মাহমুদ, উখিয়া::
উখিয়া উপজেলার, পালংখালী ইউনিয়ন  পরিষদের সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, বহু স্কুল- মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  আলহাজ্ব রশিদ আহমদ মিয়া অার নেই। তিনি আজ ২১ জানুয়ারি শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটের সময় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্নাল্লিলাহী….রাজিউন)। অাজ ২১ জানুয়ারি শনিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় পালংখালী, ফারিরবিল অালিম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্টিত হবে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের মৃত অাব্দুল গনির পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি একাধারে সমাজসেবক, পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়, ফারিরবিল অালিম মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা।

পাঠকের মতামত

কুতুপালং ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে দেলোয়ার হোসেন (এমারসি–৫৩৫৪১) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু ...

জেলা আমীরের অভ্যর্থনা—শাহজালাল চৌধুরীর ফিরে আসায় দলের ভরসা আরও দৃঢ়

সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার দায়িত্বশীল নেতা এডভোকেট শাহজালাল চৌধুরী ...