ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডিসহ ২০ জনকে দুদকে তলব
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিফতাহ উদ্দিনসহ ২০ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি ...
উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকায় ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান জাবু’র হত্যা কান্ডের ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একে.এম ইকবাল হোসেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার ঘটনাস্থলে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে একান্ত কথা বলেন। নিহত জাবুর পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছেন।
উপস্থিত লোকজনের উদ্দেশ্য বলেন, প্রকৃত আসামীদের আইনের আওতায় আনা হবে। এতে কোন নিরহ লোককে আসামী করা হবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাটি দেখা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলা মার্মা, উখিয়া থানার ওসি আবুল খায়ের, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহদত হোসেন জুয়েল, নিহতের চাচা ও ইউপি সদস্য সুলতান আহমেদ।
পাঠকের মতামত