প্রকাশিত: ২৬/০৩/২০১৭ ১১:৪২ এএম , আপডেট: ২৬/০৩/২০১৭ ১১:৪২ এএম

শহিদ রুবেল,
উখিয়া নিউজ ডটকম::
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ‘কোটবাজারে যত্রতত্র গাড়ী পার্কিং : ইউএনওর নির্দেশ উপেক্ষিত’ শিরোনামের সংবাদের সুত্র ধরে উখিয়ায় উপজেলা প্রশাসন কতৃক অভিযান চালিয়ে অবৈধভাবে চলাচলরত এবং যত্রতত্র পার্কিংরত গাড়ি থেকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। ২৫ মার্চ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদর, কোটবাজার, মরিচ্যায় হাইওয়ে সড়কে পরিচালিত অভিযানে অবৈধ যানবাহন পার্কিং, যানজট সৃষ্টিকারী টমটম, অটো রিক্সা, ম্যাজিক গাড়ি সহ অন্তত ১০ টি গাড়ি আটক করেন এবং একই সময় বার্মিজ মাদক সহ এক ব্যক্তিকে আটক করে মোট ৫০ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে যত্রতত্র গাড়ী পার্কিং এবং যাত্রী উঠানামার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা । তারা বলেন, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বরাবরের মতই অন্যায় এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। পূর্বে ও উখিয়াকে যানযট এবং অবৈধ পার্কিং মুক্ত রাখতে তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছিলেন। অভিযানের ফলস্বরুপ সাধারণ পথচারী এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে পথ চলাচল এবং ব্যবসায় করতে পারবেন। তারা আরো ও বলেন, ইউএনও মহোদয়ের এক অভিযানেই উখিয়া উপজেলা অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী উঠানামা এবং যানযট মুক্ত হয়ে গেছে।

স্থানীয় কোটবাজারে সিএনজির লাইনম্যান বদিউল আলম এবং আব্দুল মজিদ বলেন, ইউএনও স্যার একাধিক বার মালিক সমিতি এবং চালকদের গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট আইন পালনে নির্দেশনা দিয়েছেন। কিন্তু কিছু অসাধু চালক আইন অমান্য করে অবৈধ পার্কিং এবং যাত্রী উঠানামা করতো। উক্ত অভিযানের ফলে চালকরা অনেকাংশেই সচেতন হবেন এবং আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবো ।

এদিকে অবৈধ পার্কিং এবং যাত্রী উঠানামারত টমটম আটক করলে কোটবাজারে টমটম চালকরা বিক্ষোভ এবং অনান্য চলাচলরত টমটম থেকে সাধারণ যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে। বিক্ষোভরত চালকদের সাথে এই ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, অসহায় এবং গরীবরাই মুলত টমটম চালক। তারা দিনে এনে দিনে খায়। অনেক অপরাধীরা অপরাধ কর্মকান্ড ছেড়ে টমটম চালনা করে সংসার পরিচালনা করছে। অবৈধ পার্কিং এবং যত্রতত্র যাত্রী উঠানামার কারণ জানতে চাইলে তারা বলেন, টমটমের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়া হলে ও ব্যবসায়ীদের আপত্তির কারণে তারা সেখানে গাড়ি পার্কিং করতে পারছেন না। হাইকোর্টের নির্দেশনা অমান্যের বিষয়ে তারা কোন সদুত্তর দিতে পারেন নি।

এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক টমটম, নসিমন, করিমন, ভটভটির হাইওয়ে সড়কে চলাচল নিষেধাজ্ঞা রয়েছে। ইতিমধ্যে চালক এবং মালিক সমিতিকে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, হাইওয়ে সড়ক ব্যতিত আঞ্চলিক সড়ক গুলোতে টমটম চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা নেই।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...