উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ৬:৩৬ এএম , আপডেট: ২৬/০৫/২০২৫ ১০:০৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় বলি খেলার নামে গোপনে একটি জুয়ার আসর আয়োজনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৫ মে) বিকেলে খেলার শুরুর এক ঘণ্টা আগেই প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়ে যায় এ আয়োজন।

এই খেলার অনুমতি দিয়েছেন বলে জানা যায়, একটি রাজনৈতিক প্রভাবশালী সিন্ডিকেডের নেতৃত্বে বকতার বলি এসব বলি খেলার নামে জুয়ার আসর আয়োজনের চেষ্টা করেছিল৷ তবে অনুমতির কোনো কপি দেখাতে পারেনি এই সিন্ডিকেট।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী বলি খেলার নাম করে মাঠ প্রস্তুত করা হলেও, মূল উদ্দেশ্য ছিল জুয়া খেলা। মাঠজুড়ে খেলার আড়ালে গোপনে চলছিল জুয়া খেলার যাবতীয় প্রস্তুতি। যদিও জনসম্মুখে একে ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে তুলে ধরা হচ্ছিল, বাস্তবে সেখানে আয়োজন চলছিল একটি অবৈধ জুয়ার আসরের।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন। অভিযান চলাকালে আয়োজকদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি মাথায় রেখে তিনি তাৎক্ষণিকভাবে আয়োজনটি বন্ধ করে দেন।

যারীন তাসনিম তাসিন বলেন, “বলি খেলার নামে জুয়া খেলার আয়োজনের বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি কেবল একটি আইনভঙ্গের ঘটনা নয়, বরং সমাজে নেতিবাচক প্রভাব ফেলার মতো একটি প্রচেষ্টা। ভবিষ্যতে এমন আয়োজনের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন। তাঁদের মতে, বলি খেলার মতো ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে মূল্যবান একটি খেলাকে জুয়া খেলায় রূপান্তর করার প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা প্রশাসনকে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বলি খেলা কক্সবাজার অঞ্চলের একটি পুরনো ক্রীড়া ঐতিহ্য, যা দীর্ঘদিন ধরে সামাজিক সৌহার্দ্য ও বিনোদনের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু অসাধু চক্র এই খেলাকে আড়াল করে অবৈধ কার্যক্রম চালানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে

পাঠকের মতামত

ঈদের ছুটিতে মৈত্রী সড়কে রোহিঙ্গাদের ভিড়, উদ্বেগ স্থানীয়দের

ঈদুল আজহার ছুটিতে দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মৈত্রী ...