প্রকাশিত: ০৪/০৬/২০১৬ ৭:০৮ পিএম

5কামাল শিশির, ঈদগড়::
কক্সবাজার রামু উপজেলার ঈদগড় বাজারে প্রতি সোম ও শুক্রবার কোন প্রকার ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু জবাই করে বেশি দামে মাংস বিক্রি করছে স্থানিয় ব্যবসায়ী সুমন গং । সরেজমিন পরিদর্শনে দেখা যায় , এলাকার বিভিন্ন জায়গা হতে গরু কিনে এনে এলাকাবাসীর অগৈাচরে উক্ত ব্যবসায়ী সুমন দীর্ঘ কয়েক বছর  ধরে এ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে । অনেক সময় রোগাক্রান্ত গরু জবাই করে দেদারছে মাংস বিক্রি করতেছে এমন অভিযোগ জানান এলাকার সচেতন মহল । স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে নেই কোন পদক্ষেপ । ফলে তারা প্রশাসনকে তোয়াক্কা না করে বীর দর্পে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে । আবার নোংরা পরিবেশে এসব মাংস বিক্রি করতেছে । অপরদিকে অন্যান্য বাজারের চেয়ে বেশি দামে তথা প্রতি কেজি ৪৫০টাকা করে মাংস বিক্রি করতেছে তারা । এ নিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে । করলিয়ামুরা এলাকার মনিরুজ্জামান, সেলিম, বড়বিল এলাকার আইয়ুব, আকবর, হাসনাকাটা এলাকার শামশুল আলম, নুরুল হুদা সহ অনেক জনপ্রতিনিধি অভিযোগের সহিত জানান, গরীব লোকজন মাংস কিনতে গেলে বেশিরভাগ হাড্ডি দেয় । সে সাথে জবাইকৃত মাংসের সাথে পানি এবং রক্ত মিশিয়ে দেয় । নিয়মিত বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা এসব কাজে জড়িত হয়ে পড়ছে । তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন । এ ব্যাপারে ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো জানান, ৪০০টাকার উপরে প্রতি কেজি মাংস বিক্রি না করার জন্য ৩ জুন বাজারে ঢুল পিটিয়ে  তাদেরকে নিষেধ করেছি । পাশাপাশি সমস্ত অনিয়ম বাদ দিয়ে সুন্দর ও সবল গরু কিনে ডাক্তারী পরীক্ষা করে জবাই করার নির্দেশ প্রদান করছি ।

পাঠকের মতামত

তহবিল কমে যাওয়ায় নতুন সংকটের মুখে রোহিঙ্গা শরণার্থীরা: জাতিসংঘ

তহবিল কমে যাওয়ায় বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা এখন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে গত মঙ্গলবার ...

পরিবার নিয়ে বান্দরবান যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো এসবি কর্মকর্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের কালভার্টে ধাক্কা লেগে জাহিদ ইকবাল (৪৬) নামের ...

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন : ক্যাডার কম্পোজিশনের সুরক্ষাসহ নানা দাবি

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ...