প্রকাশিত: ২৭/১১/২০১৬ ৩:২৯ পিএম

সাইফুল ইসলাম, টেকনাফ:
টেকনাফে সীমান্তে বিজিবি জওয়ানদের সাথে ইয়াবা পাচারকারীদের ১০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। এ সময় বিজিবি জওয়ানরা ১৫ কোটি টাকা মূেল্যর ৫ লাখ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
২৭ অক্টোবর ভোর রাত সাড়ে ৩ টার দিকে বিজিবি ২ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মো:আবুজার আল জাহিদ বিজিবিএম,পিবিজিএম এর নেতৃত্বে টেকনাফ বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফস্হ আড়াই নং সুইস গেইট সংলগ্ন আলু গোল্লা এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের খবরে নাফ নদীর কিনারায় ওৎ পেতে থাকে। এ সময় পাচারকারী দল বিজিবি’র অবস্হান টের পেয়ে ৫০ গজ দূর থেকে বিজিবিকে লক্ষ্য করে ২ রাউন্ড ফায়ার করলে বিজিবি ও নিজেদের রক্ষার্থে ১০ রাউন্ড ফায়ার করে। পাচারকারীরা অত:পর নৌকা থেকে নদীতে লাফ দিয়ে শূণ্য রেখা অতিক্রম করে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে
জানায়। পরে বিজিবি পরিত্যক্ত অবস্হায় ইয়াবার বিশাল চালানসহ একটি কাঠের নৌকা উদ্ধার করে।উদ্ধার হওয়া ইয়াবা বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে এবং যা পরিবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বিজিবি সূত্রে জানা যায়।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...