রোহিঙ্গারা নেতা মহিব উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকী
“জনাব,নেতা মুহিব উল্লাহ: ভাষার পাঠ, জীবনের সংগ্রাম” আমার ছাত্র মুহিব উল্লাহ, রোহিঙ্গা ক্যাম্পের অগ্রগামী নেতা, ...
উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার বিমানবন্দর থেকে ১০৭ পিস ইয়াবাসহ নজির আহমদ সীমান্ত (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) সকাল ১১টায় তার শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলীর ছেলে। তার কাছ থেকে গাজী টিভির একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। এসময় তারা ইয়াবাগুলো পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাংলানিউজ
পাঠকের মতামত