প্রকাশিত: ০৫/০৭/২০১৭ ১:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৭ পিএম

বার্তা পরিবেশক::
উখিয়া বঙ্গমাতা মুজিব মহিলা কলেজ’র অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি গুরুতর অসুস্থ অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী’কে দেখতে ঢাকা বি আর বি হাসপাতালে তার শয্যাপাশে ছুটে গিয়েছেন উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসাইন।

অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে দেখে এসে উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসাইন
বলেন, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী
অত্যন্ত অসুস্থ। তিনি ঢাকার বি আর বি হাসপাতালে আছেন। আমরা দেখতে গিয়েছিলাম। এখন উনার অবস্থা উন্নতি দিখে।
চিকিৎসকরা বলেছেন, এখানে আসার পর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে সময় লাগবে। আমরা আশা করছি, তার অবস্থার উন্নতি হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন।

বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।

পাঠকের মতামত