ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১১/২০২৩ ৭:৫২ এএম

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে ঢাকা-কক্সবাজার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছেনা। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রস্তুতি শেষ না হওয়ায় এখনই সেই টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ঢাকা-কক্সবাজার রুটের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার থেকে। কিন্তু আমাদের প্রস্তুতি এখনো কিছুটা বাকি আছে। ফলে কাল থেকে টিকিট বিক্রি করা যাচ্ছে না। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১৭২৫ টাকা।

পাঠকের মতামত

ট্রেনের টিকিট দেখালে কক্সবাজারে হোটেলে মিলবে ৭০ শতাংশ ছাড়

আনুষ্ঠানিকভাবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিক ট্রেন চলাচলের মধ্য দিয়ে শত বছরের স্বপ্ন পূরণ হয়েছে দক্ষিণ চট্টগ্রামের ...

রেল বিটের নাট-বল্টু খুলে নেওয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’র দেরি

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের রামুর রশিদনগরে দুর্বৃত্তকারীরা রেললাইন বিটের নাট-বল্টু খুলে নেওয়ায় ঝুঁকির কারণে আধা ঘণ্টা দেরিতে ...