ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১১/২০২৩ ৭:৫২ এএম

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে ঢাকা-কক্সবাজার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছেনা। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রস্তুতি শেষ না হওয়ায় এখনই সেই টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ঢাকা-কক্সবাজার রুটের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার থেকে। কিন্তু আমাদের প্রস্তুতি এখনো কিছুটা বাকি আছে। ফলে কাল থেকে টিকিট বিক্রি করা যাচ্ছে না। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১৭২৫ টাকা।

পাঠকের মতামত

এমএসএফের প্রতিবেদন৮৪% রোহিঙ্গার আশঙ্কা—মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

ডক্টরস উইদাউট বর্ডারস/মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস (এমএসএফ)-এর নতুন একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, মিয়ানমারে চরম সহিংসতার ...