প্রকাশিত: ১০/০৮/২০১৬ ৩:৪৬ পিএম , আপডেট: ১০/০৮/২০১৬ ৩:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানতর মৌসুমি নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার একই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বর্ষা মৌসুমের শেষ সময়ে এসে গতকাল ২৬ শ্রাবণ মঙ্গলবার দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসও রয়েছে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় টেকনাফে ২১৯ মিলিমিটার।

অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, নিম্নচাপটির প্রভাবে উপকূলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমি নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় খুলনা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় ছিল; এটি আরও অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

“এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি জানান, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী চরগুলোর উপর দিয়েও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে ৩ থেকে৪ ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে বৃষ্টিসহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

এজন‌্য সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা দেখাতে বলেছে অধিদপ্তর।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

বন‌্যা পরিস্থিতি

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী রিপন কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান নদ-নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শনিবার পর্যন্ত তা অব্যাহত থাকবে।

৯০টি পর্যাবেক্ষণ স্টেশনের মধ্যে ৬৯টি পয়েন্টে পানি কমছে। ধলেশ্বরী, কালিগঙ্গা ও তিতাস নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।

 

পাঠকের মতামত

নাইক্ষংছড়িতে নাশকতার অভিযোগে মামলা,আটক -৩, এখনো ধরাছোঁয়ার বাইরে ৬৫ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা ...

৮১ রোহিঙ্গা আটক

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ জন ...