অ্যাকশনএইড বাংলাদেশে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার
ActionAid Bangladesh চাকরি বিজ্ঞপ্তি 📌 পদের নাম: Designer 🔹 সংগঠন: ActionAid Bangladesh 🔹 প্রকল্প: UNFPA-ফান্ডেড ...
জাতিসংঘ বিশ্ব খাদ্য প্রোগ্রোমে (ডব্লিউএফপি) আকর্ষণীয় বেতনে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রোকিউরমেন্ট (procurement) অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম
প্রোকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট
যোগ্যতা
প্রার্থীকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকেটধারীদের আবেদন গ্রহণ করা হবে। পদটিতে পুরুষ ও নারী উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবেদনের ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
৭০ হাজার ৯৬৫ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে career5.successfactors.eu এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর, ২০১৭ পর্যন্ত।
সূত্র : জাগোজবস ডটকম
পাঠকের মতামত