প্রকাশিত: ১৪/১২/২০১৬ ৭:২২ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর লবণ শিল্প এলাকায় অবৈধভাবে খাল দখলের ঘটনা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলামের সাথে ছিলেন সরকারী সার্ভেয়ার, ঈদগাঁও পুলিশের এসআই আমজাদ আলী, ঈদগাঁও ভূমি অফিস তহশীলদারসহ টীমের অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মাষ্টার, সাবেক চেয়ারম্যান মনজুর আলম, লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলমসহ সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধভাবে খাল দখলের অভিযোগস্থলে চলমান নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন এবং আগামী শনিবার সঠিক পরিমাপের ভিত্তিতে অভিযোগটির মিমাংসা ও উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে উপস্থিত মিল মালিক ও ব্যবসায়ীদের আশ^স্থ করেন। চেয়ারম্যান আবুল কালাম উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, মেসার্স আল সৌদিয়া ক্রাশিং ইন্ডাষ্ট্রিজ এর স্বত্ত্বাধিকারী মৃত খলিলুর রহমানের ছেলে ফরিদুল আলম দীর্ঘদিন ধরে ইসলামপুর লবণ শিল্প এলাকার অর্ধ শতাধিক ইন্ডাষ্ট্রির কাঁচামাল সরবরাহের একমাত্র জলজ পথ খালে ময়লা-আবর্জনার স্তুপ করে, পরে কৌশলে অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘ ১০/১২ বছর যাবত। অপরাপর মালিকগণ বারবার অনুরোধ করলেও প্রভাবশালী হওয়ায় কর্ণপাত না করে স্থাপনা তৈরি অব্যাহত রাখে। যার কারণে উক্ত খালটি প্রায় মৃত বলে উল্লেখ করেন মিল মালিকরা।

তাদের দাবী, এ খালটি অবৈধ দখলে চলে যাওয়ার ফলে অর্ধ লাখ মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন ইসলামপুরের অর্ধশতাধিক লবণ ইন্ডাষ্ট্রি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিরুপায় মালিকগণ এর প্রতিকার চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরেই সদর ইউএনও নিজেই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...