প্রকাশিত: ২৪/০৬/২০১৬ ১০:২৮ পিএম
নিজস্ব প্রতিনিধি,
অবশেষে ৫০ হাজার ইয়াবা ও তার সহযোগী সহ রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকার ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার বিভিন্ন মাদক দ্রব্যসহ বহু মামলার অাসামি বকতিয়ার আহমদ ও তার সহযোগী মোঃ নুর আলম (টিটু) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে। আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা সহ বিভিন্ন মদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতার সম্পর্ক ও গুপন তথ্য পাওয়া গেছে বলে জানান। তারা টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করেন।
কাউন্টার টেরোরিজম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে গত ২০ জুন উখিয়ার শীর্ষ ইয়াবা গড়ফাদার পালংখালী ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার বালুখালী গ্রামের বাসিন্দা বকতিয়ার অাহমদ তার পিতা ও ভাই সহ ঢাকায় গোয়েন্দা সংস্থা ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল। দীর্ঘ ৫ দিন পর ডিএমপি বকতিয়ার ও তার সহযোগীকে নটকীয়তা মূলক গ্রেফতার দেখানো একটি রহস্যজনক বলে মনে করেছে অনেকে। তবে তার ভাই ও পিতাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

বদি যদি আমাকে সন্তান হিসেবে মেনে নেন, তাহলে মনোনয়ন প্রত্যাহার করবো

কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ...

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের একটি গাড়ির (চট্টমেট্রো চ-১১৮৬৫৯) ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর ...