প্রকাশিত: ২৪/০৬/২০১৬ ১০:২৮ পিএম
নিজস্ব প্রতিনিধি,
অবশেষে ৫০ হাজার ইয়াবা ও তার সহযোগী সহ রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকার ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার বিভিন্ন মাদক দ্রব্যসহ বহু মামলার অাসামি বকতিয়ার আহমদ ও তার সহযোগী মোঃ নুর আলম (টিটু) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে। আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা সহ বিভিন্ন মদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতার সম্পর্ক ও গুপন তথ্য পাওয়া গেছে বলে জানান। তারা টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করেন।
কাউন্টার টেরোরিজম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে গত ২০ জুন উখিয়ার শীর্ষ ইয়াবা গড়ফাদার পালংখালী ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার বালুখালী গ্রামের বাসিন্দা বকতিয়ার অাহমদ তার পিতা ও ভাই সহ ঢাকায় গোয়েন্দা সংস্থা ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল। দীর্ঘ ৫ দিন পর ডিএমপি বকতিয়ার ও তার সহযোগীকে নটকীয়তা মূলক গ্রেফতার দেখানো একটি রহস্যজনক বলে মনে করেছে অনেকে। তবে তার ভাই ও পিতাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...