প্রকাশিত: ২৪/০৬/২০১৬ ১০:২৮ পিএম
নিজস্ব প্রতিনিধি,
অবশেষে ৫০ হাজার ইয়াবা ও তার সহযোগী সহ রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকার ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার বিভিন্ন মাদক দ্রব্যসহ বহু মামলার অাসামি বকতিয়ার আহমদ ও তার সহযোগী মোঃ নুর আলম (টিটু) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে। আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা সহ বিভিন্ন মদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতার সম্পর্ক ও গুপন তথ্য পাওয়া গেছে বলে জানান। তারা টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করেন।
কাউন্টার টেরোরিজম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে গত ২০ জুন উখিয়ার শীর্ষ ইয়াবা গড়ফাদার পালংখালী ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বার বালুখালী গ্রামের বাসিন্দা বকতিয়ার অাহমদ তার পিতা ও ভাই সহ ঢাকায় গোয়েন্দা সংস্থা ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল। দীর্ঘ ৫ দিন পর ডিএমপি বকতিয়ার ও তার সহযোগীকে নটকীয়তা মূলক গ্রেফতার দেখানো একটি রহস্যজনক বলে মনে করেছে অনেকে। তবে তার ভাই ও পিতাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

বাঁকখালীতে উচ্ছেদ অভিযান – প্রশাসনকে লক্ষ্য করে হা’ম’লায় পুলিশ সদস্য আহত

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে প্রশাসনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ, পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ...

আইএফআইসি ব্যাংক: পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে তারল্য সংকট সত্ত্বেও আইএফআইসি ব্যাংক পিএলসিতে আমানত ক্রমাগত বাড়ছে। দেশের ব্যাংক খাতে ...