বাইক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়ন (২৭) ...

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে র্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রাদিসহ এক মহিলাকে আটক করেছে।
সুত্র জানায়, ১২ অক্টোবর ভোররাত সাড়ে ৪টায় র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক সদর ইউপির হাতিয়ার ঘোনার গফুরের বাড়িতে অভিযান চালিয়ে ৬২হাজার ৪শ পিস ইয়াবা, নগদ ৭লাখ ৭০হাজার টাকা, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল, ২টি সীমকার্ড, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ২টি রামদাসহ মোঃ গফুরের স্ত্রী ফাতেমা (৪০) কে আটক করে।
আটক মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের পৃথক ২টি মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদক, নগদ টাকাসহ অন্যান্য অস্ত্রাদি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
পাঠকের মতামত