প্রকাশিত: ০৮/১২/২০১৮ ৫:০৩ পিএম

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকা থেকে ১৯ হাজার ১০০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যক্তির নাম মোঃ ইব্রাহীম খলিল (৩৩)। তার বাড়ি খুলনার সদর থানায়।

আজ শনিবার (৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাইক্রোবাস যোগে কক্সবাজার থেকে একটি বাস বিপুল পরিমাণ ইয়াবা সহ চট্টগ্রামের দিকে আসছে।

এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল চর পাথরঘাটা গ্রামে কর্ণফূলী সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করে।

এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ১ টি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে র‌্যাব গাড়িটি আকট করে।

এসময় ইব্রাহিম খলিলকে আটক করা হয়। মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ১৯,১০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

আটক ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাশকুর রহমান।

পাঠকের মতামত

সময়ের আলো’র নাইক্ষ‌্যংছড়ি প্রতিনিধি হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক নুর মোহাম্মদ

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে চুড়ান্ত নিয়োগ পেলেন ...