প্রকাশিত: ১৮/০৯/২০২০ ১০:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক;:
‘শিক্ষা, ঐক্য, সততা জয় করব মানবতা’ এই শ্লোগানকে ধারণ করে ‘দুই টাকায় শিক্ষা ফাউন্ডেশনের’ ২০২০ সালের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উখিয়া উপজেলার কোর্টবাজারের দিগন্ত হোটেলে ২১ সদস্যের এই উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল্লাহ’র সঞ্চালনায় ও সভাপতি খাইরুল আমিনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা। ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের সভাপতি।

ফাউন্ডেশনের উপদেষ্টার দায়িত্বে পদায়ন হয় হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলার ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বড়ুয়া, উখিয়া মেডিকেল টেকনোলজিস্ট এর স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ ইমন, ব্যাংক এশিয়া মাতারবাড়ি শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দীন, রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন, রত্না পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান চৌধুরী, রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বড়ুয়া, ডব্লিউএফপির সহকারী প্রোগ্রামার ছেনুয়ারা এরশাদ ,ডব্লিউএফপির সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট আলমগীর রেজা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাহ আলম, ইউরো ফার্মা লিমিটেডের এরিয়া ম্যানেজার আমিন উল্লাহ, কক্সবাজার দায়রা ও জজ আদালত এর এডভোকেট শফিউল আলম, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কায়ছার উদ্দিন চৌধুরী, কক্সবাজার শাখার এবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নুরুল আবছার, ভালুকিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান জামাল রাজু, রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শমশুল আলম, জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান, কালাম আর্টের ডিরেক্টর আবুল কালাম আযাদ।

ককসবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারের রুমখাঁ মাতবর পাড়া ও রুমখাঁ বাজার পাড়া গ্রামের সুশিক্ষিত একঝাঁক মানবতাবাদী তরুণের সমন্বয়ে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়। হত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করা,শিক্ষার হার বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে সহায়তা,আর্থিক অভাবে ঝড়ে পড়া শিশুদের নিয়ে ‘দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন কর্তৃক স্কুল প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ফাউন্ডেশনটির অগ্রযাত্রা শুরু হয়। এমনকি বিভিন্ন ক্ষেত্রেও দরিদ্র পরিবারে মানবিক সহায়তা প্রদান করার জন্য সদা-প্রস্তুত ফাউন্ডেশনটি।

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...