প্রকাশিত: ১৯/০৫/২০২০ ১:৩৪ পিএম

মুহিববুল্লাহ মুহিব ::
বঙ্গোপ সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘আম্ফান’ কক্সবাজার থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবাহাওয়া অধিদফতর। যার ফলে কক্সবাজার সমুদ্র এলাকায় ৬ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হয়েছে।

শনিবার (১৯ মে) আবাহাওয়া অধিদফতরের দুপুরের ২৫ তম বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে।

বুলেটিনে আরও জানানো হয়, সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। যার কারণে কিছুটা উত্তাল রয়েছে সাগর। সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার বয়ে যাচ্ছে। যা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...