প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ৮:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৪ এএম

থাইল্যান্ডে গুহার মধ্যে নয়দিন ধরে নিখোঁজ থাকা ১২ জন বালক ও তাদের  ফুটবল কোচকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক প্রশাসক। গুহার ভেতরে তাদেরকে নিরাপদে শনাক্ত করা হলেও এখনো তারা ভেতরেই আছেন বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে তাদেরকে বের করে আনা হবে।  বিবিসির সংবাদ।

চিয়াং রাই অঞ্চলের গভর্নর নারোংসাক ওসোত্তানাকোর্ন নিশ্চিত করেন যে, বড় ধরণের এক অভিযান পরিচালনার মাধ্যমে থাম লুয়াং গুহা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, নৌবাহিনীর বিশেষ বাহিনী গুহার মধ্যে শনাক্ত করে এ ক্ষুদে ফুটবলারদের।

উদ্ধারকারীরা আগেই ধারণা করেছিলেন যে, গুহার ভূগর্ভস্থ অংশে মাটির স্তূপের নিচে তাদেরকে পাওয়া যেতে পারে।

উদ্ধারকারীদের এ সফল অভিযানে উচ্ছ্বাস প্রকাশ করেছে এতদিন উৎকুন্ঠিত থাকা থাইল্যান্ডবাসী।

উদ্ধারকৃত বালকদের বয়স ১১ থেকে ১৬ বছর। গত ২৩ জুন কোচসহ তারা গুহার ভেতরে ঘুরে দেখতে তাতে প্রবেশ করেছিল। উদ্ধারকৃত সবাই-ই স্থানীয় উইল্ড বোর ফুটবল টিমের সদস্য।

সংবাদ সম্মেলনে চিয়াং রাই এর গভর্নর বলেন, তারা সবাই নিরাপদে আছে তবে আমাদের অভিযান এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।

তিনি বলেন, আমাদের অভিযান ছিল তাদেরকে খোঁজা, উদ্ধার করা এবং সফল হয়ে ফেরত আসা। এখন আমরা শুধুমাত্র তাদেরকে খুঁজে পেয়েছি। এখন তাদেরকে গুহা থেকে বের করে এনে অভিভাবকের কাছে ফেরত দেয়া।

তিনি আরও জানান, তারা গুহার ভেতর থেকে পানি বের করে আনছেন। যাতে চিকিৎসক ও নার্স পাঠিয়ে তাদেরকে স্বাস্থ্যসেবা দেয়া যায়।

গভর্নর জানান, যদি চিকিৎসক টিম জানায় যে নড়াচড়া করার মত তাদের শক্তি আছে তাহলে গুহা থেকে তাদেরকে বের করে আনা হবে। স্কুলে ফিরে না যাওয়া পর্যন্ত আমরা বালকদের পাশে আছি।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...