প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ৮:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৪ এএম

থাইল্যান্ডে গুহার মধ্যে নয়দিন ধরে নিখোঁজ থাকা ১২ জন বালক ও তাদের  ফুটবল কোচকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক প্রশাসক। গুহার ভেতরে তাদেরকে নিরাপদে শনাক্ত করা হলেও এখনো তারা ভেতরেই আছেন বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে তাদেরকে বের করে আনা হবে।  বিবিসির সংবাদ।

চিয়াং রাই অঞ্চলের গভর্নর নারোংসাক ওসোত্তানাকোর্ন নিশ্চিত করেন যে, বড় ধরণের এক অভিযান পরিচালনার মাধ্যমে থাম লুয়াং গুহা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, নৌবাহিনীর বিশেষ বাহিনী গুহার মধ্যে শনাক্ত করে এ ক্ষুদে ফুটবলারদের।

উদ্ধারকারীরা আগেই ধারণা করেছিলেন যে, গুহার ভূগর্ভস্থ অংশে মাটির স্তূপের নিচে তাদেরকে পাওয়া যেতে পারে।

উদ্ধারকারীদের এ সফল অভিযানে উচ্ছ্বাস প্রকাশ করেছে এতদিন উৎকুন্ঠিত থাকা থাইল্যান্ডবাসী।

উদ্ধারকৃত বালকদের বয়স ১১ থেকে ১৬ বছর। গত ২৩ জুন কোচসহ তারা গুহার ভেতরে ঘুরে দেখতে তাতে প্রবেশ করেছিল। উদ্ধারকৃত সবাই-ই স্থানীয় উইল্ড বোর ফুটবল টিমের সদস্য।

সংবাদ সম্মেলনে চিয়াং রাই এর গভর্নর বলেন, তারা সবাই নিরাপদে আছে তবে আমাদের অভিযান এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।

তিনি বলেন, আমাদের অভিযান ছিল তাদেরকে খোঁজা, উদ্ধার করা এবং সফল হয়ে ফেরত আসা। এখন আমরা শুধুমাত্র তাদেরকে খুঁজে পেয়েছি। এখন তাদেরকে গুহা থেকে বের করে এনে অভিভাবকের কাছে ফেরত দেয়া।

তিনি আরও জানান, তারা গুহার ভেতর থেকে পানি বের করে আনছেন। যাতে চিকিৎসক ও নার্স পাঠিয়ে তাদেরকে স্বাস্থ্যসেবা দেয়া যায়।

গভর্নর জানান, যদি চিকিৎসক টিম জানায় যে নড়াচড়া করার মত তাদের শক্তি আছে তাহলে গুহা থেকে তাদেরকে বের করে আনা হবে। স্কুলে ফিরে না যাওয়া পর্যন্ত আমরা বালকদের পাশে আছি।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...