প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...
নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ ৩২ বছর পরে শৈশবে কাটানো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরার মসজিদা প্রাথমিক বিদ্যালয় ও মসজিদা উচ্চ বিদ্যালয় দেখতে গেলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। ছাত্রজীবনে তিনি এই দুই স্কুলে ৮ বছর লেখাপড়া করেন। ছাত্রজীবনে এমপি বদি যে মসজিদে নামাজ পড়তেন সে মসজিদটি বর্তমানে জরাযীর্ন অবস্থায় রয়েছে। গতকাল মাগরিবের নামাজ পড়ার পর মাননীয় সংসদ সদস্য এই মসজিদকে ২ তলা এসি মসজিদ করার ঘোষনা দেন। এসময় এমপি বদির ছাত্রজীবনের ৩ জন শ্রদ্ধেয় শিক্ষক এখনো বেচে আছেন। তিনি তাদের কাছে দোয়া চান যাতে শিক্ষকরা বেচে থাকা অবস্থায় মসজিদটি করে দিতে পারেন।
এসময় শিক্ষকরা এমপি বদিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
পাঠকের মতামত