নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ ৩২ বছর পরে শৈশবে কাটানো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরার মসজিদা প্রাথমিক বিদ্যালয় ও মসজিদা উচ্চ বিদ্যালয় দেখতে গেলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। ছাত্রজীবনে তিনি এই দুই স্কুলে ৮ বছর লেখাপড়া করেন। ছাত্রজীবনে এমপি বদি যে মসজিদে নামাজ পড়তেন সে মসজিদটি বর্তমানে জরাযীর্ন অবস্থায় রয়েছে। গতকাল মাগরিবের নামাজ পড়ার পর মাননীয় সংসদ সদস্য এই মসজিদকে ২ তলা এসি মসজিদ করার ঘোষনা দেন। এসময় এমপি বদির ছাত্রজীবনের ৩ জন শ্রদ্ধেয় শিক্ষক এখনো বেচে আছেন। তিনি তাদের কাছে দোয়া চান যাতে শিক্ষকরা বেচে থাকা অবস্থায় মসজিদটি করে দিতে পারেন।
এসময় শিক্ষকরা এমপি বদিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।