প্রকাশিত: ২২/০৬/২০২০ ১১:৪২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আগামী ১০ জুলাই এর মধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হবে। এজন্য বিস্ফোরক অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের ছাড়পত্র ইতিমধ্যে পাওয়া গেছে। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ছাড়পত্র চলতি সপ্তাহের মধ্যে পাওয়া যেতে পারে। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি টিম গত ২০ জুন কক্সবাজার জেলা সদর হাসপাতালে সরেজমিনে এসে প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজনীয়তা পরিদর্শন করে গেছেন। এ ছাড়পত্রটি পেলেই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করার কাজ দ্রুত সম্পন্ন করে আগামী ১০ জুলাই এর মধ্যে এটি চালু করার টার্গেট করা হয়েছে।কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ও উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF (ইউনিসেফ) ৫৫ লক্ষ টাকারও বেশী অর্থ ব্যয়ে এই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি নির্মাণ করছে। উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন আরো বলেন, প্রকল্পটির অবকাঠামো সহ ৮০% নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকী ছাড়পত্রটা পেলেই অক্সিজেন ট্যান্ক, জেনারেটর স্থাপন সহ অবশিষ্ট কাজ আগামী ৯ জুলাই এর মধ্যে ১০০% ভাগ শেষ করে ১০ জুলাই প্ল্যান্টটি চালু করা হবে ইনশাআল্লাহ। এই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্ল্যান্টটি চালু করা হলে এটি হবে দেশে জেলা সদর হাসপাতালে স্থাপিত প্রথম সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্ল্যান্ট।

পাঠকের মতামত

টানা ১০ দিন ঝরবে বৃষ্টি

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার ...

ভোটার তালিকায় রোহিঙ্গা নিয়ে বেকায়দায় নির্বাচন কমিশন

মিয়ানমারে অত্যাচার-নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজার ও নোয়াখালীর কয়েকটি ক্যাম্পে ...

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ...