প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৯:১২ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::                                                     
যাত্রীবাহী মাহিন্দ্রার ধাক্কায় ৫ম শ্রেণীতে পড়–য়া এক ছাত্র গুরুতর আহত হয়েছে। ১৭ জুলাই বেলা দেড়টায় টেকনাফ উপজেলার হ্নীলা আল ফালাহ একাডেমীর গেইট সংলগ্ন টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে এঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতা মাহিন্দ্রা এবং চালককে আটক করেছে।

হ্নীলা আল ফালাহ একাডেমীর প্রিন্সিপাল আলহাজ্ব নুরুল হোছাইন ছিদ্দিকী জানান মুচনী গ্রামের বাসিন্দা মোঃ আলীর পুত্র ৫ম শ্রেণীতে অধ্যয়নরত নুর হাশেম (১২) পরিক্ষা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় যাত্রীবাহী মাহিন্দ্রা ধাক্কা দিলে নুর হাশেম গুরুতর আহত হয়। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নুর হাশেমকে টেকনাফ থেকে কক্সবাজার প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রশাসনের নজরদারী না থাকায় টেকনাফে যাত্রীবাহী মাহিন্দ্রার বেপরোয়া গতি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অহরহ ঘটছে দুর্ঘটনা। কিন্ত প্রশাসন নির্বিকার।

পাঠকের মতামত

উখিয়া টেকনাফে জামায়াতের জয় নিশ্চিত- মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, উখিয়া-টেকনাফ আসনে জামায়াত ইনশাআল্লাহ জয়ী ...

সোনাদিয়া দ্বীপের হারানো জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প

জীববৈচিত্র্যে ভরপুর কিন্তু এখন বিপর্যস্ত সোনাদিয়া দ্বীপের পরিবেশ পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প ...

দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে – মুহাম্মদ শাহজাহান

আগামীর নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ...