
কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা। রোববার দুপুর ১টার পর সেন্টমার্টিনে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড়টি। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শুরু হয়েছে সেন্টমার্টিনে।
সেন্টমার্টিনের ঘাট এলাকায় বাতাসের গতিবেগ বেড়েছে, সঙ্গে রয়েছে ভারী বৃষ্টি হচ্ছে। আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছে সেন্টমার্টিনের সাধারণ মানুষ। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সময়ের সাথে সাথে বাতাসের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। এখন জোয়ারের সময়। যদি বাতাসের সাথে যদি জোয়ার আসে তাহলে সাগরের পানি কূলের মধ্য চলে আসবে।এই মুহূর্তে মানুষ খুবই আতঙ্কিত। তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে।
সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, পুরো সেন্টমার্টিনকে তছনছ করে দিচ্ছে ঘূর্ণিঝড় মোখা। অতুলনীয় তীব্র বাতাস। ভেজা বালি পর্যন্ত উড়িয়ে নিয়ে যাচ্ছে। জোয়ার আসার সময়ও ঘনিয়ে আসছে! আল্লাহ তোমার কাছে বিনীত প্রার্থনা এখন জোয়ার দিও না।জোয়ারের পানি আসলে সেন্টমার্টিনের জন্য বড়ই হুমকি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।
ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানবে মিয়ানমারের ওপর। যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিট্যুয়ে অঞ্চল দিয়ে যাবে। রোববার (১৪ মে) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা। এ সময়ে দ্রুত বেগে জলোচ্ছ্বাস প্রবাহিত হবে। তখন ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেন, বিকেল নাগাদ ঘূর্ণিঝড় মোখা আমাদের অতিক্রম করে গেলেও এর প্রভাব থেকে যাবে আরও দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত। আর সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হবে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে। আমরা আশঙ্কা করছি জলোচ্ছ্বাসের মাত্রা যদি ৮ থেকে ১২ ফিট পর্যন্ত হয়, তাহলে টেকনাফ ও সেন্টমার্টিনে অস্থায়ীভাবে পানির জলাবদ্ধতা থাকবে। তবে পর্যায়ক্রমে তা কেটে যাবে।
ঘটনাপ্রবাহঃ ঘূর্ণিঝড় ‘মোখা’ আপডেট..
পেকুয়ায় জন্ম নেওয়া সেই নবজাতকের নাম রাখা হলো ‘মোকা’
১৫/০৫/২০২৩ ৬:৩৯ এএম‘প্রধানমন্ত্রীর নেক আমলের কারণে মোখা প্রভাব ফেলতে পারেনি’
১৪/০৫/২০২৩ ৮:৫৭ পিএমকক্সবাজারে ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত: জেলা প্রশাসক
১৪/০৫/২০২৩ ৭:১৩ পিএম‘সেন্টমার্টিনের অবস্থা খুবই খারাপ, আমাদের জন্য দোয়া করবেন’
১৪/০৫/২০২৩ ৫:১০ পিএমসেন্টমার্টিন লন্ডভন্ড
১৪/০৫/২০২৩ ৩:৫১ পিএমমোখা পরিস্থিতি নিজেই মনিটরিং করছেন প্রধানমন্ত্রী
১৪/০৫/২০২৩ ২:৫৪ পিএমমিয়ানমারে তাণ্ডব চালাচ্ছে মোখা
১৪/০৫/২০২৩ ২:৫২ পিএমমিয়ানমারে রেড অ্যালার্ট, রাখাইন থেকে সরানো হয়েছে লক্ষাধিক মানুষ
১৪/০৫/২০২৩ ১২:৪০ পিএম‘মোখা’র মূল আঘাত মিয়ানমারে, বাংলাদেশে ঝুঁকি কম
১৪/০৫/২০২৩ ১২:৩২ পিএমঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম শুরু
১৪/০৫/২০২৩ ৯:৪১ এএমকক্সবাজার থেকে ৪১০ কিমি দূরে মোখা, অগ্রভাগের প্রভাব শুরু
১৪/০৫/২০২৩ ৬:৫৯ এএমকক্সবাজারের দিকে আরও ১০৫ কিমি. এগিয়েছে মোখা
১৩/০৫/২০২৩ ৯:৩০ পিএমঢাকায় এসে ফ্লাইট ধরতে পারবেন চট্টগ্রাম ও কক্সবাজারের যাত্রীরা
১৩/০৫/২০২৩ ৯:২৬ পিএমসৈকতে ঢেউ দেখতে মানুষের ঢল
১৩/০৫/২০২৩ ৭:০৭ পিএম‘মোখা’য় বিলীন হয়ে যেতে পারে সেন্টমার্টিনের বড় অংশ
১৩/০৫/২০২৩ ৭:০০ পিএম২১ জাহাজ ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুত নৌবাহিনী
১৩/০৫/২০২৩ ৬:১২ পিএমকক্সবাজারে ৬৮টি হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা
১৩/০৫/২০২৩ ৫:২৫ পিএম১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সক্ষমতা নেই: প্রতিমন্ত্রী
১৩/০৫/২০২৩ ৩:৫২ পিএমঘূর্ণিঝড় মোখা: রোহিঙ্গাদের বিষয়ে যে নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
১৩/০৫/২০২৩ ৩:৪৩ পিএমকক্সবাজার থেকে কত দূরে, কখন আঘাত হানবে মোখা
১৩/০৫/২০২৩ ৩:৪০ পিএম

পাঠকের মতামত