প্রকাশিত: ১৫/০২/২০১৭ ৮:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর বিষয়ে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহমুদ আলী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনসহ রোহিঙ্গা সমস্যার কথা এ সম্মেলনে তুলে ধরা হবে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকেও রোহিঙ্গা বিষয়টি উত্থাপন করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। তার এই সফরে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়সূচি চূড়ান্ত হবে বলে জানান মাহমুদ আলী।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...