প্রকাশিত: ০৩/১০/২০১৭ ৪:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে জিরোলাইনে মাইন বিস্ফোরণে নুরুল ইসলাম (২২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দেড়টায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরওয়ার কামাল জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের সাপমারাঝিরি এলাকায় জিরোলাইনে গরু আনতে গিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম।

কিন্তু সীমান্তের জিরোলাইনে পৌঁছার পর বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, গত মাসের ২৬ সেপ্টেম্বরও মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়।

এর আগে ওই সীমান্তে হাসিম উল্লাহ (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছিলেন। এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তের তিনটি পয়েন্টে মাইন বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।

পাঠকের মতামত

‘ রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ‘যুদ্ধাপরাধ’ করছে ‘ – ফোর্টিফাই রাইটস

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ...

উখিয়া-টেকনাফ সড়কজুড়ে রোহিঙ্গাদের জন্য স্থানীয়দের দুর্ভোগ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে প্রতিদিনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে অসহনীয় যানজট। প্রধান সড়কের কুতুপালং, মরাগাছতলা, বালুখালী, কোর্টবাজার ...