প্রকাশিত: ২৬/০৯/২০১৭ ৯:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::
বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ির সীমান্তের জিরো পয়েন্ট ৪৩ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গ্যা নাগরিক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন মিয়ানমারের মংডু জেলার বলিবাজার গ্রামের বাসিন্দা মোহাচ্ছের আলীর পুত্র নুর আলম (২৬)।

বিজিবির সুত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টা ১৫ মিনিটের সময় সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিষ্ফোরণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রোহিঙ্গ্যা নাগরিক সহ বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে নিজ এলাকায় গরু আনতে যায়। গরু নিয়ে আসার সময় মাইন বিষ্ফোরণে সে নিহত হয়েছে। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সীমান্তের বড়ছনখোলা রোহিঙ্গ্যা ক্যাম্পে স্ত্রী-পুত্র সহ অবস্থান করছিল। তারা সীমান্ত পেরিয়ে নিজ এলাকায় রেখে আসা গরু আনতে গিয়েছিল বলে অন্যান্য রোহিঙ্গ্যারা জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়িস্থ ৩১-বিজিবির উপ-অধিনায়ক মেজর এম. আশরাফ আলী পিপিএম, বিজিবিএম মুঠোফোনে জানান, মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গ্যা নাগরিক নিহত হয়েছে। যেহেতু ঘটনাটি বাংলাদেশের ভিতরে নয়, তাই লাশটি গ্রহণ করা হয় নাই।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...