প্রকাশিত: ১৩/০৯/২০১৬ ২:০৬ পিএম

14356089_824926780977882_663537244_nমাসিক সীমান্ত বার্তার সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা পার্বত্য জনপদের পাহাড়ি-বাঙ্গালী সর্বস্থরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, আসুন সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ডে বিলিয়ে দেয় সবার মাঝে। ঈদ মানে হাসি খুশী নিয়ে এলো উচ্ছাস, ঈদ এলো শান্তির নিয়ে পয়গাম, সবাই কে শুভেচ্ছা ঈদের সালাম। সাম্যের বানী নিয়ে ঈদ আসে যায়। কোলাকুলি করি সবে মিলে ঈদগাঁয়, ঈদ গেলে ভুলে যাই,সাম্যের বানী। মানুষে মানুষে ফের করি হানাহানি। ঈদের শিক্ষা মনে ধারন করলে আলোকিত হবে গোটা বিশ্ব। মানুষের মাঝে গড়ে উঠবে ভ্রাতৃত্ব। এই কামনায়।

শুভেচ্ছান্তে

শাহনেওয়াজ চৌধুরী

সম্পাদক ও প্রকাশক

মাসিক সীমান্ত বার্তা

নাইক্ষ্যংছড়ি,বান্দরবান।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...