প্রকাশিত: ১৯/০৮/২০১৮ ৭:৩৯ এএম

চার দিনের সফরে আজ সিঙ্গাপুর যাচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ান লুংয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে সফরের বিস্তারিত কোনো তথ্য জানায়নি সু চির কার্যালয়। মিয়ানমার টাইমসের খবরে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সফরের বিস্তারিত তথ্য জানানো হয়নি।
২০১৬ সালে রাষ্ট্রীয় উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর সিঙ্গাপুরে এটি সু চির দ্বিতীয় সফর। এই সফরের সময়ে মিয়ানমার-সিঙ্গাপুর ক‚টনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালিত হবে। রাখাইন সংকট নিয়ে গত বছরজুড়ে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের সমালোচনা করে এলেও তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখে সিঙ্গাপুর।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক কার্যালয়ের স্থায়ী উপসচিব উ অং কিয়াও জান জানিয়েছেন, ২২ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন সু চি। তিনি বলেন, এই সফরে সু চি একটি ভাষণ দেওয়ার পাশাপাশি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্রবিষয়ক তথ্য বিভাগের তরফে জানানো হয়েছে, সফরের সময় মঙ্গলবার ৪৩তম সিঙ্গাপুর ভাষণে সু চি মিয়ানমারের গণতান্ত্রিক রূপান্তরের চ্যালেঞ্জ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভাষণ দেবেন।
নিরাপত্তা চৌকিতে হামলার পর গত বছর ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাবিরোধী সেনা অভিযান শুরু করে মিয়ানমার। খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা নাগরিক। জাতিসংঘের মানবাধিকার কমিশন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ওই অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ ও ‘গণহত্যা’ আখ্যা দেয়। বছরজুড়ে আন্তর্জাতিক সমালোচনায় বিদ্ধ হতে থাকে মিয়ানমার সরকার।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...