প্রকাশিত: ১৩/১২/২০১৯ ৭:৩৫ এএম

রোহিঙ্গাদের মিয়ানমার সরকার দ্রুত ফেরত নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আগে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে শিগগিরই রোহিঙ্গা প্রতিনিধিদেরও মিয়ানমার পাঠানো হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর বিমানবহরে নতুন চারটি ডায়মন্ড ডিএ ফরটি এনজি প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে এ কথা জানান সেনাপ্রধান।

জেনারেল আজিজ আহমেদ বলেন, খুব শিগগির তারা (মিয়ানমার) আমাদের ফরেন মিনিস্ট্রি ও আশিয়ান গ্রুপের হিউম্যানিটি ইন ইমার্জেন্সির রেসপন্স টিম, এ দুটোর প্রতিনিধিদের আহ্বান জানাবে। আমি বলেছি, তাদের পাশাপাশি রোহিঙ্গাদের প্রতিনিধিদেরও নিয়ে যেতে হবে যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা যাতে স্বচক্ষে দেখে আসতে পারেন। এবং তাঁরা এসে যাতে অন্যদের বলতে পারেন, এই ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, গত ৯ ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির সেনাপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গাদের দেশে ফেরতের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। সীমান্তে ড্রোন উড়ানো ও স্থল মাইন স্থাপন না করতেও মিয়ানমার সেনাবাহিনীকে বলা হয়েছে।

সেনাপ্রধান জানান, তাঁর পূর্বনির্ধারিত মিয়ানমার সফরে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি অবহিত করা হয়েছে। প্রত্যাবাসন সম্পর্কে অবহিত করতে খুব শিগগির রোহিঙ্গা প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের মিয়ানমার নিয়ে যাওয়ার ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনী আশ্বাস দিয়েছে।

পাঠকের মতামত

‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত শিক্ষিকার ছয়তলা নিজস্ব ভবন রয়েছে

ঢাকায় শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়ার আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলী। এক গণমাধ্যমে তিনি ...

কক্সবাজার-৪ সহ ২৩ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিরোধ

সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়নবঞ্চিতসহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে ...

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...