প্রকাশিত: ০৯/১২/২০১৭ ৮:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৫ এএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর অন্তর্বাস থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় ওই যাত্রীর সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ থেকে আরো বেশ কিছু স্বর্ণের অলংকার আটক করা হয়।

আটক স্বর্ণের ওজন ৪০৬ গ্রাম। এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ ৩০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান আজ শনিবার বিকেলে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আটক যাত্রীর নাম সাইদুর রহমান। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তাঁর পাসপোর্ট থেকে জানা যায়, চলতি বছরে তিনি দুইবার ঢাকা-আবুধাবি যাতায়াত করেছেন।

মইনুল খান জানান, সাইদুর রহমান আজ বেলা ১১টায় বিজি ১২৮ বিমানে আবুধাবি থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল। এরপর গ্রিন চ্যানেল পার হওয়ার পরে ওই যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। কিন্তু ওই যাত্রীর কথাবার্তায় নানা রকমের অসঙ্গতি দেখে শুল্ক গোয়েন্দারা তাঁর দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো আটক করেন।

সাইদুর রহমানের কাছ থেকে মোট তিনটি স্বর্ণের বার (যার ওজন ৩৪৯ গ্রাম) ও হ্যান্ডব্যাগ থেকে ৫৭ গ্রাম অলংকার উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে শুল্ক আইনে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...