প্রকাশিত: ০৫/০৬/২০১৮ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৯ এএম

ডেস্ক রিপোর্ট::
পবিত্র শবে কদরের ছুটি ১২ জুনের পরিবর্তে ১৩ জুন পুনর্নির্ধারণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের নির্বাহী আদেশে এই ছুটির তারিখ পুনর্নির্ধারণ করে মঙ্গলবার আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয়ে থাকে সে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রমজান মাস শুরু ধরে ১২ জুন শবে কদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে কদরের পরের দিন সরকারি ছুটি থাকে।

কিন্তু এবার শাবান মাস ৩০ দিনে শেষ হয় এবং রমজান মাস শুরু হয় গত ১৮ মে। সেই হিসেবে এবার শবে কদরের রাত হবে ১২ জুন। এজন্য শবে কদরের ছুটি পুনর্নির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।

ইসলাম ধর্ম মতে, হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। মুসলমানরা ইবাদত-বন্দেগীর মাধ্যমে এই রাত পার করে থাকেন।

এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে আগামী ১৫, ১৬, ১৭ জুন ঈদুল ফিতরের ছুটি থাকবে। অন্যদিকে রজমান মাসের ৩০ দিন পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে। সেক্ষেত্রে ১৮ জুনও ঈদের ছুটি থাকবে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...

বিমান দুর্ঘটনা: চলে গেলেন আরো চার শিক্ষার্থী, মোট মৃত্যু ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ...

জাতীয় সমাবেশে অসুস্থ জামায়াত আমির, খোঁজ নিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ...